
দেশের পুঁজিবাজার ডাকাতদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, অতীতে যারাই পুঁজিবাজার সংস্কারের দায়িত্ব নিয়েছে, তারাই বিভিন্ন গোষ্ঠীর তাঁবেদারি করেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেবল প্রতারণার শিকার হয়েছেন।
তিনি জানান, চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার। এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এনবিআরের বিভক্তি দেশের সামগ্রিক রাজস্ব বাড়াবে।
শফিকুল আলম বলেন, ‘অনেক জায়গায় টাকা পয়সা খুয়ে শেয়ারের ভ্যালুয়েশনটা ২০০ কোটি টাকায় নিয়ে গেছেন। তাড়াহুরো করে ওই কম্পানিকে আইপিওতে এনেছে।