Image description

দাবি আাদায়ের আন্দোলনে এসে মেট্রোরেলের যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আন্দোলনকারীরা। এতে যাত্রী সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন স্টেশনের একাধিক কর্মকর্তা। আর যাত্রীরা বলছেন, এসব ফাইজলামি ছাড়া কিছু নয়। তাদের আন্দোলনে তো কেউ বাঁধা দিচ্ছে না। তাহলে সড়ক ছেড়ে মেট্রোরেল স্টেশনের মত এত সেনসিটিভ জায়গায় তারা কি করে অবস্থান করে।

রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবি আদায়ে আন্দোলন করছেন স্বাস্থ্য সহকারীরা। আন্দোলন করতে এসে সচিবালয় মেট্টো স্টেশনের ভিতরে বিশ্রামের জন্য অবস্থান নেয়ায় স্টেশন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য প্রেসক্লাবের সামনের ২টি গেইট এবং লিফট বন্ধ করে দিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত স্বাস্থ্যসহকারীরা মেট্রো স্টেশনের ২য় তলার ভিতরে যত্রতত্র হাঁটাহাটি করছেন। কেউ আবার গল্প গুজব করার পাশাপাশি জড়ো হয়ে বসে লুডু খেলছেন। ফলে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সেবা পেতে বাঁধাগ্রস্ত হচ্ছেন।

মেট্রোরেল স্টেশন

 

হাসান নামে এক যাত্রী বলেন, আমি ফার্ম গেইট থেকে এসেছি। কিন্তু দেখেন কি একটা বাজে অবস্থা। তাদের ধাক্কা দিয়ে বের হতে হচ্ছে। ওরা কারা, আন্দোলনকারী হলে সড়কে থাকবে। ভিতরে প্রবেশ করলো কি করে। তাদের জন্য হাঁটতে পারছি না। ফ্লোরে বসে গেইম খেলছে, চিৎকার চেচামেচি করে কথা বলছে। এটা কেমন আন্দোলন।

সামিয়া হক নামে আরেক যাত্রী বলেন, আমি অস্বস্তি বোধ করছি। নিচের ২টা গেইট বন্ধ। ওরা গেইটের মুখ দখল করে আছে। কিন্তু ভিতরে এসেও দেখি একই অবস্থা। তারা অনায়েসে আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করছে। তিনি বলেন, কর্তৃপক্ষ কি এই বিষয়গুলো দেখে না। ওরা স্টেশনের ভিতর ফ্লোরে বসার অনুমতি পায় কিভাবে।

এবিষয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক আখিল উদ্দিন বলেন, এবিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি আমরা দেখছি। আমাদের ভলেন্টিয়ারদের নির্দেশনা দেয়া হয়েছে সবাইকে যেন ফিরয়ে নিয়ে আসেন।

নাম না প্রকাশের শর্তে সচিবালয়ের মেট্রোরেলস্টেশনের এক কর্মকর্তা বলেন, এদের জন্য সকাল থেকে যাত্রীরা ভোগান্তির মধ্যে আছে। টিকিট কাটতে বাঁধাগ্রস্ত হচ্ছে, নিচ থেকে উপরে উঠতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

তিনি বলেন, তাদেরকে আমরা না করেছি। তবুও তারা স্থান ত্যাগ করেনি। পরে স্টেশন এবং যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা প্রেসক্লাবের সামনের দুইটি গেট বন্ধ করে রেখেছি।

স্বাস্থ্য সহকারীদের ৬ দাবিগুলো হলো: নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪ তম গ্রেড প্রদান; ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান; পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে; স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকরা পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকেই প্রশিক্ষণ বিহীন স্নাতন পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে; বেতন স্কেল উন্নতী/পুনঃনির্ধারনের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/উচ্চতর স্কেল (১/২ টি) প্রাপ্ত/প্রাপ্প হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে; পূর্বে ইন সার্ভিস ডিপ্লেমা (এস আই টি) কোর্স সম্পূর্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লেমা সম্পর্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।