Image description
 

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশে শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪শের গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এ থেকে শিখবেন।

আজ শনিবার দুপুরে নাটোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘দেশে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয়নি। আমরা ২৪শের গণঅভ্যুত্থানে ভেবেছিলাম দেশের রাজনৈতিক নেতারা এর থেকে শিখবেন। পরবর্তীতে সেভাবে কাজ করবেন। কিন্তু না, শেখাটা হবে আওয়ামী লীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭-১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামে নাই। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা নাই হয়ে যাবো।’

বর্তমান সরকারকে নিয়ে এবি পার্টির এই নেতা বলেন, ‘ড. ইউনূস সরকারকে সকল সক্রিয় রাজনীতি দল অনুমোদন ও সমর্থন দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার। দেশে গত ১৫ বছরের ইতিহাসে এমন ম্যান্ডেটওয়ালা সরকার আসেনি। সেই সরকারকে আপনি বলছেন, ম্যান্ডেট নাই। এসব কথা তো ইন্ডিয়ার ম্যান্ডেট। আমরা গত ১০ মাস ধরে ইন্ডিয়ান গণমাধ্যমে যেসব বক্তব্য, যেসব শব্দ শুনেছি, ওই সব তো আপনিও বলছেন।’

ভারতকে নিয়ে ব্যারিস্ট্রার ফুয়াদ বলেন, ‘১৪০০ শহীদের জীবনের বিনিময়ে দিল্লির গোলামী থেকেই তো আমরা মুক্ত হয়েছি। অতএব ইন্ডিয়া থেকে তাকে ফিরিয়ে আনাটা হচ্ছে মীরজাফরী ছাড়া কিছুই না। বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। আমরা দেখেছি, ফখরুদ্দিন, মঈনউদ্দিনরা মিলে প্রণব মূখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সকল বাহিনীকে বলছি, আপনারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন। কিন্তু পহেলা জানুয়ারি থেকে আপনি নির্বাচিত সরকার দেখতে চান, আপনি কে? এটা রাজনৈতিক দল, ব্যক্তি, জনগণ বলতে পারে। কিন্তু কোনো বাহিনীর পুলিশ, র‌্যাব বলতে পারে না। আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে। কার বক্তব্যে কে বলছে। আমরা কি আবারও দিল্লি ছকে পড়তে যাচ্ছি?’

এবি পার্টির এই নেতা আরও বলেন, এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ্ আলমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।