Image description

বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ না করার আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শনিবার (২৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহবান জানান তিনি। 

ওই পোস্টে শিশির মনির লেখেন, ‘নো পদত্যাগ। কাঠামোগত সংস্কার বাস্তবায়ন, বিচার ও জব্দকৃত সম্পদ উদ্ধার — অতঃপর ২০২৬ এর প্রথমার্ধে (মার্চ-এপ্রিল) জাতীয় নির্বাচন। নতুন বাংলাদেশ। এ বিষয়ে ডান-বাম সকলেই ঐকমত্য পোষণ করুন।’

প্রসঙ্গত, দেশের চলমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২২ মে) পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এ সব কথা  বলেছেন বলে জানিয়েছেন একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা।    

সূত্র জানায়, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোদের মধ্যে ঐকমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, সংস্কারের বিষয়েও এখনো তেমন কিছু হলো না। তাহলে তিনি কেন থাকবেন। একপর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন, তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। কারণ, তিনি চলে যেতে চান।

প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর পেয়ে যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখান থেকে বেরিয়ে তিনি গণমাধ্যমকে জানান, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন।’