রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে রাজধানীর নিউ পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।লালবাগ থানার ওসি ক্যশৈনু জানান, গত ২৩ ডিসেম্বর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সময় সেনাবাহিনী পাঁচজনকে হাতেনাতে আটক করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে আমিনুল ইসলাম আমিনের নাম উঠে আসে। পর সেনাবাহিনীর তৎপরতায় আমিনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।স্থানীয় বাসিন্দারা তার গ্রেফতারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
- Home
- Travel
- Low budget
- 5 Simple Tips to Help Vegetarian or Vegan Travelers Eat Well, Anywhere