Image description

গাজীপুরের কালিয়াকৈরে একটি বন্ধঘোষিত তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আজ শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘণ্টাখানেক পর পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড নামের একটি কারখানা গত বছরের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাটির প্রায় দুই হাজার শ্রমিকের কিছু বেতন বকেয়া আছে। এই পাওনা আদায়ের জন্য প্রায়ই বিক্ষোভ করেন শ্রমিকেরা। কিন্তু তা পরিশোধ করা হচ্ছে না। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে শ্রমিকেরা চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

 

খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

মাহমুদ জিনস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আবু তালেব বলেন, ‘শ্রম আইন অনুযায়ী ১০ অক্টোবর আমাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করা হবে। কারখানা কর্তৃপক্ষের কিছু করার নেই।’

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

 

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিকেরা পাওনা আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।