Image description
 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের একটি আয়াত পোস্ট করেছেন।

 

বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব’ (অর্থ : আল্লাহর সাহায্য এবং বিজয় নিকটবর্তী)। এটি কোরআনের সুরা : সফ-এর ১৩ নম্বর আয়াত।

অনেকে এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে গ্রহণ করেছেন। যে কারণে স্ট্যাটাসটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।