
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চাইনি বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে নির্বাচনের একটা রোডম্যাপ চেয়েছেন বলে জানান তিনি।
শুক্রবার (২৩ মে) কালের কণ্ঠকে তিনি একথা জানান।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা উনাকে পদত্যাগ করতে বলিনি, উনার পদত্যাগ চাইনি।
তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের গঠনের ১০ মাস হয়ে গেল কিন্তু নির্বাচনের একটা রোডম্যাপ আমরা পাইনি। আমরা বলেছি, গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য নির্বাচন দিতে হবে।