Image description
 

আজ শহিদ গোলাম নাফিজের জন্মদিন,কোনো পত্রিকা তার কথা বলেনি,কোনো রাজনৈতিক দলের পাতায় নেই তার নাম, নেই এক লাইন শ্রদ্ধাও বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্।

আজ বৃহস্পতিবার (২২ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার পোস্টে বলেন, আজ শহিদ গোলাম নাফিজের জন্মদিন।কোনো পত্রিকা তার কথা বলেনি কোনো রাজনৈতিক দলের পাতায় নেই তার নাম, নেই এক লাইন শ্রদ্ধাও।এই কি আমাদের কৃতজ্ঞতা?

 

যিনি প্রাণ দিলেন, তার জন্মদিনেও আমরা নীরব উল্লেখ করে পিনাকী আরো বলেন,দলগুলো ব্যস্ত এখন ক্ষমতার হিস্যা নিতে,যে শহিদদের রক্তে এই দ্বিতীয় স্বাধীনতার পতাকা উড়েছে, তারা আজ অনাহূত।আমরা কি ভুলে গেছি কারা মুক্ত করেছিলো আমাদের?

 

যেসব সাহসী তরুণ গুলির মুখে দাঁড়িয়েছিলো—তাদের নেই কোনো পোস্টার, নেই কোনো স্মরণ,আছে শুধু বিস্মৃতির দেয়ালে ঠেকা নীরবতা।

শহিদ গোলাম নাফিজ, তুমি ছিলে বলেই আজ আমরা কথা বলতে পারি।কিন্তু দেখো, আজ তোমার কথাই কেউ বলছে না।