
৪৮তম বিসিএসের সিলেবাসে বড় পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাংলা, ইংরেজি ও গাণিতিক যুক্তি বিষয়ের সব বিষয়গুলো একই থাকলেও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। তাছাড়া দেশের সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার প্রস্তাবনাও সিলেবাসে রাখা হয়েছে।
পিএসসি সূত্র বলছে, বিসিএসের সিলেবাসে আমূল পরিবর্তন আনতে কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে ৪৮তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ করা হলো। আগামী দিনে সাধারণ বিসিএসের জন্য যে সিলেবাস হবে; তার কিছুটা এখানেও রাখা হয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণার বিষয়গুলো কিছুক্ষেত্রে বাদ দেওয়া এবং কিছুক্ষেত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বিষয়াবলিতে বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাস এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের সিভিল সার্ভিসের বিষয় যুক্ত করা হয়েছে।
সাংবিধানিক প্রতিষ্ঠানটির একজন সদস্য বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের অংশ না রাখাটাই অস্বাভাবিক হতো। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আজ থেকে ১৫-২০ বছর পরও বিসিএসের সিলেবাসে এটা থাকবে। ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি এটাই চাই।
সিলেবাসের তুলনামূলক বিশ্লেষণে বেশি পরিবর্তন দেখা গেছে বাংলাদেশ বিষয়াবলিতে। আগের সিলেবাস বাংলাদেশ বিষয়াবলির ১ নম্বর অনুচ্ছেদে ছিল ‘বাংলাদেশের জাতীয় বিষয়াবলি’। সেখানে ব্যাখ্যা করে বলা ছিল, ‘প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস; ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়দফা আন্দোলন, ১৯৬৬; গণ-অভ্যুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।’ যার সবই প্রায় বাদ দেওয়া হয়েছে।
বাকি পাঁচটি অনুচ্ছেদ বা পয়েন্ট আগের মতো থাকলেও ৭ নম্বর পয়েন্টে পরিবর্তন এসেছে। সেখানে আগের সিলেবাসে ‘বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা’ শিরোনামে বিস্তারিত অংশে বলা হয়েছিল, ‘রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।’ ৪৮তম বিসিএসের জন্য প্রকাশিত নতুন সিলেবাসে এ অংশটুকু আগের মতোই রাখা হয়েছে। কিন্তু সঙ্গে দুটি বিষয় যুক্ত করা হয়েছে। সেগুলো হলো ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা।’
আন্তর্জাতিক বিষয়াবলিতে এবার আগের পাঁচটি বিষয়ের সঙ্গে নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। সেটি হলো ‘সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সিভিল সার্ভিস’। ৬ নম্বর পয়েন্টে দুই মার্কসের প্রশ্ন করার জন্য বিষয়টি যুক্ত করা হয়েছে।
এর কারণ হিসেবে পিএসসি সূত্র বলছে, বিসিএসে অংশ নিতে আগ্রহীদেরও বিশ্বের বিভিন্ন দেশ; বিশেষ করে এশিয়ার দেশগুলোর সিভিল সার্ভিস সম্পর্কে জানতে আগ্রহ তৈরি করা হবে। যাতে তারা অন্যান্য দেশের সিভিল সার্ভিসের আইন, পদ্ধতিসহ নানা বিষয়ে ধারণা নিয়ে বাংলাদেশে সিভিল সার্ভিসে যোগ দিতে আসে। এ কারণে সিলেবাসে এ অংশটি যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, এটি বিশেষ বিসিএসের জন্য তৈরি। এখানে বেশ কিছু বিষয় নেই। সাধারণ বিসিএসের ক্ষেত্রে হয়ত এগুলো থাকবে। পিএসসি সিলেবাস সংস্কারের কাজ করছে। ৪৯তম বিসিএস থেকে হয়ত সেই সিলেবাসে কার্যকর হতে পারে। সেটিই হবে সাধারণ সিলেবাস।