Image description
 

মামলা থাকায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমানকে ক্লোজ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানায় যোগদানের ৭২ ঘণ্টার মধ্যেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।  

 

জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও ক্রসফায়ারের হুমকি দিয়ে আটক নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ওসি মিজানুরের বিরুদ্ধে। ২০২৪ সালের ১৮ আগস্ট বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে নোয়াখালীর সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ওসি মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৪ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ওসি মিজানুর রহমান কোতোয়ালি মডেল থানায় গত ১৮ মে যোগদানের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড় শুরু হয়।

পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ওসি মিজানুর রহমান কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর তার বিরুদ্ধে মামলার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাকে সেখান থেকে ক্লোজ করা হয়েছে। শীঘ্রই কোতোয়ালি মডেল থানায় নতুন ওসি নিয়োগ করা হবে।