Image description
 

খুবই খতরনাক টাইপের ক্যান্সার আক্রান্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য।

আজ বুধবার (২১ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার পোস্টে বলেন, আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আসলেই অসুস্থ। বাংলাদেশে তার ফুসফুসে একটা সন্দেহজনক গ্রোথ পাওয়া যায়। তা ক্যান্সার হিসাবে আইডেন্টিফায়েড হয়েছে। নন স্মল সেল লাং ক্যান্সার। খুবই খতরনাক টাইপের ক্যান্সার৷ এর মধ্যেই ছড়ায়ে পড়েছে ক্যান্সার।

 

এয়ারপোর্টে যেই অবস্থায় লুঙ্গি পরে হুইল চেয়ারর উনি গেছেন তাতে উনি এগ্রেসিভ ট্রিটমেন্ট নিতে পারবেন বলে মনে হয়না উল্লেখ করে তিনি আরো বলেন, ফুসফুসের গ্রোথ ঢাকা সি এম এইচেই ধরা পড়ে। বায়োপসি হয় থাইল্যান্ডে। চেইন স্মোকার ছিলেন আব্দুল হামিদ। তাই উনার ফুসফুসের ক্যান্সার হওয়াটা খুবই সম্ভব। আমি উনার আরোগ্য কামনা করি।

 

একটা মেডিক্যাল আপডেট হিসেবে জেনে রাখেন আরকি। অনেক হিসাব মিলানো সহজ হবে।