
রিয়াদ ভিশন- ২০৩০ সফল করার লক্ষ্যে সৌদি সরকার ২০২১ সাল থেকে দেশটিতে বসবাসরত প্রবাসীদের নিজ নামে ব্যবসা করার অনুমতি দেয়। তারই ধারাবাহিকতায় দেশটিতে ব্যবসায়ী ও ইনভেস্টর হয়েছেন হাজারো বাংলাদেশি এবং তারা সৌদি আইন-কানুন মেনে সুনামের সঙ্গে ব্যবসা করছেন। সৌদি আরবে বর্তমানে পাঁচ হাজারের অধিক বাংলাদেশি বিনিয়োগকারী রয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ফোর পয়েন্ট হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশি ও বিনিয়োগকারীদের নানামুখী পরিকল্পনা, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি-বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরাম আয়োজিত প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মো. মাহবুবুর রহমান।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ও সানসিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর ড. মো. মাহবুবুর রহমান বলেন, প্রবাসী ব্যবাসায়ীদের যেকোনো সমস্যার সমাধানে দূতাবাস তাদের পাশে রয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে গ্রুপ অফ কোম্পানিজ গঠনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। অ্নুষ্ঠানে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউয়ুবও ব্ক্তব্য রাখেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইনভেস্টর মোঃ রেজাউল করিম টিপু, সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা মিল্লাত হোসেন, ইনভেস্টর শামীম আল আমিন, ইঞ্জিনিয়ার ইয়াসীন।
অনুষ্ঠানে বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখার অঙ্গীকার করেন এবং সৌদি আরবে প্রবাসীদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়ার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান।