
অবশেষে ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। নতুন পররাষ্ট্রসচিব করা হতে পারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে।
সরকারের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে মঙ্গলবার রাতে জানান, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে যুক্তরাষ্ট্রে বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নিযুক্তির বিষয়টিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গতকাল সোমবার অনুমোদন দিয়েছেন।
কাকে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে দুই সপ্তাহ ধরে টানাপোড়েন চলছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে।
সরকার সিদ্ধান্ত না বদলালে দু-এক দিনের মধ্যে পরবর্তী পররাষ্ট্রসচিব নিযুক্তির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। পরবর্তী পররাষ্ট্রসচিব নিযুক্তির বিষয়ে গত রাতে জানতে চাইলে বর্তমান পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন কোনো মন্তব্য করেননি।
অন্তর্বর্তী সরকার প্রায় ৯ মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্ম ও নৈপুণ্যে ঘাটতি দেখেছেন প্রধান উপদেষ্টা ও তাঁর কার্যালয়। এ কারণে সরিয়ে দেওয়া হচ্ছে জসীম উদ্দিনকে। তাঁর পরবর্তী পদায়নের বিষয়টি নিশ্চিত হওয়ার আগপর্যন্ত ছুটিতে থাকার কথা রয়েছে। তাঁকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত করার জন্য সরকারের একটি মহল থেকে জোরালো তদবির চলছে।
তবে আসাদ আলম সিয়াম নতুন দায়িত্বে যোগদানের আগপর্যন্ত জসীম উদ্দিন কাজ চালিয়ে নেবেন, নাকি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।