Image description

টুডে রিপোর্ট 

দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানদের সঙ্গে নজিরবিহীন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বলা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে কোনো বেসামরিক সরকার প্রধানের এমন বৈঠকের কোনো নজির নেই। 


আলোচিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।


প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা রাজধানী এবং দেশের অন্যান্য স্থানে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন।


এর আগে সোমবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বাসভবনে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠকের খবর পাওয়া যায়। তবে সেই বৈঠকে কী সিদ্ধান্ত বা আলোচনা করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। 
বিভিন্ন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সমন্বয়, রাখাইন করিডর, আসন্ন নির্বাচন, আওয়ামী লীগ নিষিদ্ধের পরবর্তী ঘটনাপ্রবার পর্যালোচনা এবং জুলাই সনদ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।