
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না। সুযোগ নেই।’
সোমবার (১৯ মে) সকালে ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ে এক দিনের কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, সরকার যখন চাইবে তখনই নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন।
সোমবার বেলা ১১টায় আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, রাজশাহীর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
৬টি গ্রুপে কর্মশালায় অংশ নেন রাজশাহী বিভাগের জেলা উপজেলার ৭০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা। কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় সকল কলাকৌশল সম্পর্কে আলোচনা করা হয়।