Image description

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার চ্যানেল টুয়েন্টি ফোরের এক টক শোতে নারী নেতৃত্ব ও রাজনৈতিক পরিবেশ নিয়ে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানে আমাদের অনেক প্রাপ্তিই অনিশ্চিত হয়ে গেছে। তবে বড় একটি প্রাপ্তি হচ্ছে—এই সময়ে অনেক তরুণ নারী রাজনীতিতে আগ্রহী হচ্ছেন ও যুক্ত হচ্ছেন। ছাত্র রাজনীতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে অনেক নারী শিক্ষার্থী নেতৃত্ব দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “রুমিনা ফারহানা আপা যা যা মোকাবিলা করেছেন এবং আমাদের নারী নেত্রীরা যেসব পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, তার চেয়ে কুরুচিপূর্ণ ও ভয়ঙ্কর প্রোপাগান্ডা আর কিছু হতে পারে না। একজন নারী কোনো কর্মসূচিতে অংশ নিলে আপনি ভিন্নমত দিতে পারেন, সমালোচনা করতে পারেন—তা গণতান্ত্রিক অধিকার। কিন্তু ব্যক্তিগতভাবে তার চরিত্রহননের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়।”

সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সারোয়ার তুষার বলেন, “এই বিষয়গুলোতে সরকার যেভাবে নির্বিকার, তা অত্যন্ত উদ্বেগজনক। তাহলে সাইবার সিকিউরিটি আইন দিয়ে আমরা কী করব?”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=6QUdqg00l1A