Image description

বাংলাদেশে সমাজের সকল অংশের প্রতিনিধিত্ব করে এমন গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সব সময় অন্তর্বর্তী সরকারের ওপর বৈধভাবে চাপ প্রয়োগ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিকের সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন।

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক

শেখ মুজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন। আগামী নির্বাচনেও তিনি দলের মনোনয়ন প্রত্যাশী।

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক

 

তিনি গত ১৪ মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিকের চেম্বারে গিয়ে দেখা করেন। এসময় দুই নেতা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। শেখ মুজিবুর রহমান ইকবাল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিককে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র সবসময় এই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ জানান শেখ মুজিবুর রহমান ইকবাল। এসময় তিনি বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক বলেন, “বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। আর নির্বাচিত ও প্রতিনিধিত্বমূলক সরকারই এই অধিকার নিশ্চিত করতে পারে।”

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক

তিনি আরো বলেন, “গণতন্ত্র সম্পর্কে নানা সমালোচনা থাকলেও এখন পর্যন্ত সমাজের সকল অংশের মানুষের প্রতিনিধিত্বের জন্য গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা। এধরনের ব্যবস্থায় সমাজের সংখ্যালঘু বা ছোট ছোট অংশও তাদের অধিকার প্রয়োগ করতে পারে। একারণেই একটি দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার থাকা জরুরি। এধরনের প্রতিনিধিত্বমূলক সরকারকে যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশ এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বেশি গুরুত্ব দেয়। নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার থাকলে সহিংসতারও কোনো জায়গা থাকে না। তাই বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সব সময় অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ করে যাবে। গণতন্ত্র ও নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের জীবনমান উন্নত করবে বলেও আশা প্রকাশ করেন কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক।