Image description
 

বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে নাকবা দিবস উপলক্ষে ফিলিস্তিনি-পন্থী বিক্ষোভে সহিংস সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।সেখান থেকে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মতে, নাকবা স্মরণে এবং গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে বার্লিনের ক্রুজবার্গ জেলায় প্রায় ১,১০০ জন বিক্ষোভকারী অংশ নিয়েছিলেন।

আরবি ভাষায় নাকবা মানে ‘বিপর্যয়’ এবং ইসরাইল প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের আরব-ইসরাইলি যুদ্ধের সময় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা বা পালিয়ে যাওয়াকে বোঝায়। ইসরাইল রাষ্ট্র ঘোষণার আগে এবং পরে প্রায় ৭০০,০০০ ফিলিস্তিনি পালিয়ে গিয়েছিল অথবা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছিল।

৭ অক্টোবর, ২০২৩ তারিখে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলে হামলায় প্রায় ১,২০০ ইসরাইলি নিহত এবং আরও ২৫০ জনকে অপহরণ করা হয়। ইসরাইলের পাল্টা হামলায় ৫৩,০০০ জনেরও বেশি ফিলিস্তিনি - প্রধানত নারী ও শিশু - নিহত হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে।