Image description
 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে দায়ের করা দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে আবেদনের প্রেক্ষিতে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক মো. কাইয়ুম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক তুহিন হত্যা মামলায় এবং হকার দুলাল হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, গত ৯ মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে পুলিশ দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার করে। ওই দিন আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়।

শনিবার সিদ্ধিরগঞ্জের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আগে কারা কর্তৃপক্ষের সহায়তায় ভার্চুয়ালি আদালতে হাজির হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন সাংবাদিকদের জানান, শনিবার কাশিমপুর মহিলা কারা কর্তৃপক্ষের সহায়তায় মেয়র আইভী ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে হাজির হন। এ সময় তিনি হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। শুনানিতে আইনজীবী আওলাদ হোসেন বলেন, কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেওয়ার সময় মেয়র আইভী খুব দৃঢ় ছিলেন।

তিনি বলেন, আমরা আদালতকে জানিয়েছি— মেয়র আইভী শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র নন, তিনি বাংলাদেশের একজন আলোকিত নারী। তিনি একজন ন্যায়পরায়ণ ও সৎ জনপ্রতিনিধি ছিলেন। তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি।

তাই ন্যায় বিচারের স্বার্থে সব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করেছি। আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। বাকি মামলাগুলোতেও তাকে দ্রুত শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট থানার ইনস্পেক্টরকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আদালতকে জানিয়েছি— শ্যোন অ্যারেস্ট না দেখালে আমরা এই মামলাগুলোর ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে পারছি না। বিজ্ঞ আদালত আমাদের আবেদন মেনে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন এবং বাকি মামলাগুলোতেও শ্যোন অ্যারেস্ট দেখানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। আশা করি, আদালতে তিনি ন্যায়বিচার পাবেন।