
আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ।
আজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অনশন ভাঙান।
এর আগে আজ বিকেল সাড়ে তিনটা থেকে গণঅনশন কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এতে যোগ দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষক সমিতির মুখপাত্র ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইঁয়া। তিনি বলেন, আমরা যখন ক্যাম্পাস থেকে এসেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে ফিরবো না। এই মুহুর্ত থেকে আমাদের গনঅনশন শুরু হলো।
বিস্তারিত আসছে…