‘লও ঠেলা’ গ্রুপের নয় জন গ্রেফতার

manobkantha
Image description
 

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও ধারালো চাকু উদ্ধার করা হয়। বুধবার সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার মেকআপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের নয় সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে ‘লও ঠেলা’ গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে মহড়া দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder