Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম। 

আজ (১৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান,ঘটনার পেছনে পূর্ববিরোধ ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।

ডিসি জানান,সাম্য ঘটনাস্থলে ছুরিকাঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রমনা বিভাগের ডিসির নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরসহ একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার।

গ্রেফতারকৃতদের আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ডিসি তালেবুর। নিহত সাম্যের বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, তদন্ত চলছে।
ঘটনার পেছনে কোনো পূর্ববিরোধ ছিল কি না, নাকি আকস্মিক ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিসি তালেবুর রহমান বলেন, এখন পর্যন্ত যা জানা গেছে, তিন অভিযুক্তই বহিরাগত। তারা কেন ঘটনাস্থলে এসেছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল, সেটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই এই হত্যাকাণ্ডে জড়িত অন্য অপরাধীরাও ধরা পড়বে।

পুলিশ বলছে, এই নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতেই তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র:https://tinyurl.com/3jbcxv3h