Image description
 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি উপজেলার বৈরাগ ইউনিয়নের আদিনাথ সিংহের বাড়ি এলাকার বাসিন্দা মিশু সিংহ (২৭)। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন মো. আবদুর রহমান।

সোমবার (১২ মে) দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে হাজির হয়ে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন।

ধর্মান্তরের বিষয়ে আবদুর রহমান জানান, অনেকদিন ধরেই আমি ইসলামের প্রতি আকৃষ্ট ছিলাম। ইসলাম ধর্মের শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। দীর্ঘ ভাবনার পর আমি স্বেচ্ছায় এবং সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করেছি।

তিনি আরও জানান, কোন চাপ বা প্ররোচনায় নয়, বরং নিজের আত্মিক শান্তির জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মান্তরের সময় স্থানীয় একজন আলেমের সহায়তায় কলেমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

সমাজের মানুষজন এ বিষয়ে সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন। স্থানীয় আলেম হাফেজ মাওলানা আবুল কালাম বলেন, আবদুর রহমান আমাদের কাছে এসে ইসলাম সম্পর্কে জানতে চান। আমরা তাকে কোরআন, হাদীস ও ইসলামের মূল শিক্ষা সম্পর্কে বুঝাই। পরে তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্বীনের পথে দৃঢ় রাখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আবদুর রহমানের এক ঘনিষ্ঠ আত্মীয় বলেন, সে অনেকদিন ধরেই ধর্ম নিয়ে চিন্তাভাবনা করছিল। আমরা শুরুতে অবাক হলেও এখন বুঝতে পারি, ও নিজের মন থেকে সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি।

বৈরাগ ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, আমরা সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাস করি। আবদুর রহমানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বিষয়। সমাজে কেউ এ নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি।