Image description

জুলাই অভ্যুত্থানের পর নিজের স্বভাব পরিবর্তন করলে এত দিনে তাকে মাথায় তুলে রাখত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এমন ইঙ্গিত করেন এই জুলাই-যোদ্ধা।

পোস্টে উমামা লেখেন, ‘গুজব বাহিনীর গুজবের ঝুড়ি খুলছে। জুলাই অভ্যুত্থানের হোমসা করে পকেটে ভরার পর আমারেও নিজেদের পর্যায়ে নামাইতে চায়। এদের মতো খাই খাই স্বভাব হলে এত দিনে মাথায় তুলে রাখত।‘

তিনি আরও বলেন, ‘খাই খাই পলিটিক্স করতে না পারলে নোংরামি করে টেনে নামানোর চেষ্টা করে যাবে। আমি প্রচণ্ড আত্মসম্মান ধরে রেখে প্রতিটা পদে পদে পা ফেলি। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জীবনটাকে সর্বোচ্চ সম্মান নিয়ে চলার চেষ্টা করছি।’

‘আমি বলি, তোমরা মামা কইরা যাও। আমিও আছি, আমার যথেষ্ট ক্যাপাসিটি আছে নিজ চেষ্টায় আগায় যাওয়ার। মাইনষের ফাইলের দালালি কইরা আমার জীবন চালানোর দরকার নাই।’

উমামা আরও লেখেন, ‘তোমরা ফাইযলামি কইরা যাও! আমিও এখানেই দাঁড়ায় আছি! ফাযিলের দল।’

তবে উমামা ফাতেমা কাকে উদ্দেশ করে এ পোস্ট দিয়েছেন এবং এসব কথা বলেছেন, সে বিষয়ে কিছু পরিস্কার করে বলেননি।