Image description

গৌরবময় স্বাধীনতা সংগ্রাম এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার প্রচেষ্টা বাংলাদেশে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তারা।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে একটি পক্ষ বাংলাদেশের গৌরবময় ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামবিরোধী স্লোগান দিয়েছে। এমনকি প্রকাশ্যে জাতীয় সংগীতের অবমাননা করার ধৃষ্টতা দেখিয়েছে।

তারা বলেন, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে এবং তাদের অনুসারী ও পৃষ্ঠপোষকদের বাংলাদেশের জনগণ কখনই মেনে নেবে না। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতাকারী এবং তাদের অনুসারীদের আস্ফালন গণতন্ত্র মঞ্চ সর্বাত্মকভাবে প্রতিহত করবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন- গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম।