
বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মোশারফ হোসাইনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ মে) সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মীরার মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার ১০টি ব্যাংক হিসাবে ১৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।
অন্যদিকে মীরার স্বামী মোশারফ হোসাইনের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে প্রায় ১ কোটি সাড়ে ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, ৩টি ব্যাংক হিসাবে প্রায় ৩৬ কোটি ৭৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই মামলায় তার স্ত্রী মীরাকেও আসামি করা হয়।