
সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনজীবীদের ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে কড়া নিরাপত্তায় তাকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় দৌড়াদৌড়ির মাঝে তার পায়ের জুতা খুলে পড়ে যায়। পরে আদালত গেটের সামনে পড়ে থাকা জুতা দেখা যায়, যা তার গ্রেফতারের সময় পরা জুতার সঙ্গে মিলে যায়।
বিকালে মিরপুরের সাগর হত্যা মামলায় ঢাকা মহানগর হাকিম মমতাজকে চার দিনের রিমান্ডে পাঠান। এর আগে সোমবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি।