
বিগত সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারী যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ভুয়া সনদে চাকরি নিয়েছেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপও শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বাবা মো. লুৎফর রহমানের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেল।
গত ২ ফেব্রুয়ারি ২৫ তারিখে হাইকোর্ট এক রুল জারি করে জানতে চেয়েছেন রিট আবেদনকারীর আবেদন নিষ্পত্তি না করে এবং পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মকর্তা/কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর বিধান অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে এবং কেন তা আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না এই মর্মে।
বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ৩ ও ৪ নম্বর বিবাদীদের আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৬০ (ষাট) দিনের মধ্যে আবেদনকারীর গত ২ ফেব্রুয়ারি ২৫ তারিখের আবেদন (সংযুক্তি-এইচ) আইন অনুযায়ী নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২০ এপ্রিল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত ৩০ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ-উল-ইসলাম।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব আবু দাউদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি আপনার মাধ্যমে জানতে পারলাম, এমন অভিযোগ থাকলে আমরা খতিয়ে দেখব ও যথাযত ব্যবস্থা নিব। এই বিষয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো. মহিউদ্দিন বলেন, বিষয়টি আমার দেখার বিষয় নয় আমি দেখি না এমডির সঙ্গে যোগাযোগ করুন।
এই বিষয়ে অভিযুক্ত শাহরিয়ারের কাছে বাবার ভুয়া মুক্তিযোদ্ধার বিভাগীয় কোটায় চাকরির বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন আমি ২০১৭ সালে পল্লী সঞ্চয় ব্যাংক চুক্তিভিত্তিক নিয়োগ পাই। পরবর্তীতে ২০১৯ সালে মেধা তালিকায় পরীক্ষা দিয়ে প্রথম হয়ে স্থায়ী হিসেবে নিয়োগ পাই।
সরকারি চাকরিজীবী হয়ে ট্রেড লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেল, চুক্তিভিত্তিক নিয়োগের আগে আমার একটি আইটি কোম্পানি ছিল, স্থায়ী অনিয়োগের পর ওই আইটি কোম্পানিটি আমি আর আপডেট করিনি ওইভাবে আছে আপনারা চাইলে যাচাই করতে পারেন।