Image description

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ডাকা জরুরি সভা শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অপেক্ষারত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে রাত ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি সভায় বসেন উপদেষ্টারা। এদিকে বিকেলে যশোর এক অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আলোচনা করতে যমুনাত জরুরি সভায় বসছেন উপদেষ্টারা।

প্রসঙ্গত, গত বুধবার (৭ মে) দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে গেলে তীব্র সমালোচনা শুরু হয়। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্র-জনতা। সেই আন্দোলনের প্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবনে জরুরি সভায় বসেন উপদেষ্টারা।