Image description

রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র ব্যানারে চলছে ব্লকেড কর্মসূচি। যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ব্লকেড শনিবার (১০ মে) দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। একই দাবিতে আজ দুপুর ৩টায় শাহবাগে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

 

‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ফলে শাহবাগ হয়ে যাতায়াতকারী বাসগুলো এখন বিকল্প পথে চলাচল করছে। ফলে আশপাশের সড়কে বাড়ছে যানজট। যদিও আজ সপ্তাহের ছুটির দিন, তারপরও সকাল ১০টার পর থেকে মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথসহ কয়েকটি এলাকায় যানজট লক্ষ করা গেছে।

বিকল্প রুটে বাস চলাচল

  • শিকড় পরিবহন: মিরপুর-১২ থেকে শাহবাগ-যাত্রাবাড়ী রুটের বাস এখন চলছে প্রেসক্লাব-মৎস্য ভবন-মগবাজার-বাংলামোটর পথে।
  • বিহঙ্গ ও তানজিল পরিবহন: মিরপুর-১২ থেকে সদরঘাট পর্যন্ত চলা বাসগুলোও একই রুটে চলছে।
  • এয়ারপোর্ট ও ওয়েলকাম পরিবহন: যথাক্রমে ফুলবাড়িয়া থেকে আশুলিয়া এবং চন্দ্রা থেকে মতিঝিল পর্যন্ত চলা বাসগুলো চলছে মগবাজার-বাংলামোটর হয়ে।
  • রজনীগন্ধা ও সাভার পরিবহন: মোহাম্মদপুর থেকে চিটাগাং রোড এবং চন্দ্রা থেকে সদরঘাট পর্যন্ত চলা বাসগুলো চলছে মগবাজার-বাংলামোটর-কারওয়ান বাজার-পান্থপথ হয়ে।
  • দেওয়ান, রমজান ও ট্রান্স সিলভা পরিবহন: আজিমপুর, বনশ্রী ও যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুরগামী বাসগুলো চলছে সায়েন্সল্যাব হয়ে।
  • আয়াত পরিবহন: কমলাপুর থেকে মিরপুর-১২ চিড়িয়াখানাগামী এই বাস এখন চলছে বাংলামোটর হয়ে।

বাস যাত্রীরা বলছেন, বিকল্প রুটে বাস চলার কারণে সময় বেশি লাগছে। একজন শিক্ষার্থী বলেন, যেহেতু আজ ছুটির দিন, যানজট কম থাকার কথা ছিল। কিন্তু বিকল্প রুটে সব বাস চলায় মগবাজার ও বাংলামোটর সিগন্যালে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে। একজন গাড়ি চালক বলেন, শাহবাগ বন্ধ, তাই বিকল্প পথে সব গাড়ি চলছে। রাস্তায় যানজট স্বাভাবিকের চেয়ে বেশি।