Image description
আইভি ইস্যু

নিজ বাসায় বেশ বহাল তবিয়তেই বসবাস করছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভি বলে মন্তব্য করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের।

আজ শুক্রবার (৯ মে) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন সায়ের।

সায়ের তার পোস্টে বলেন, এত এত মামলা নিয়েও নিজ বাসায় বেশ বহাল তবিয়তেই বসবাস করছিলেন; নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভি। কিন্তু এতে বাধ সাধলেন পুলিশ কর্মকতা রেজাউল করিম মল্লিক।

৭'মে দুপুরে ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব পেয়েই ২৪ ঘন্টার মধ্যে তিনি ও তাঁর সহকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের হত‍্যা মামলার আসামী আইভিকে গ্রেফতার করতে সক্ষম হন।

একই কর্মকর্তা যখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার পদে ছিলেন, তখন আওয়ামী কর্মীরা ঢাকা শহরে কোন মিছিল করতেও ধড়পাকড়ের ভয়ে শংকিত থাকতো। পরবর্তীতে তাকে বদলি করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার পর পরই কমপক্ষে ৪টি মিছিল করে আওয়ামী নেতা কর্মীরা।