Image description

তথাকথিত বাংলাদেশি নাগরিকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে যাতে পুশব্যাক করতে না পারে- এ অবস্থায় সীমান্তের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার দুপুরে কসবা উপজেলার খাদলা সীমান্ত ঘুরে দেখা যায় বিজিবি সদস্যরা টহল বৃদ্ধির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন।

কসবা খাদলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মাসুদুর রহমান বলেন, কসবা খাদলা বিওপির ২০৪৯ থেকে ২০৫৩ পিলারের জন্য আমার দায়িত্ব এলাকা। এই এলাকায় খাদলা বিওপির সব টহল দল যথাযথভাবে টহল দিচ্ছে। ভারতের গুজরাট থেকে আটককৃত বাংলাদেশিদের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা এলাকার সাধারণ মানুষকে নিয়ে সভা-সমাবেশ করেছি। আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরাও সবসময় প্রস্তুত আছে। সীমান্তে যেকোনো ধরনের তৎপরতার বিরুদ্ধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।