Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম এবং উত্তর চট্টলা রিপোর্টার ইসমাইল হোসেন সেলিমকে হুমকি দিয়েছেন বিএনপি নেতা কাজী সালাউদ্দিন। এ ঘটনায় প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। হুমকিদাতা কাজী সালাউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিএনপির এই নেতার হুমকিতে প্রেসক্লাবের সাংবাদিকেরা আতঙ্কে রয়েছেন।

বুধবার রাতে সীতাকুণ্ড থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়- সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মরহুম কাজী ওসমান গণির দ্বিতীয় ছেলে কাজী মো. সালাউদ্দিন আমার দেশ প্রতিনিধি, প্রেস ক্লাবের আহ্বায়ক সম্পর্কে নানান কুরুচিপূর্ণ কথা বার্তা ও হুমকি-ধামকি দিয়েছেন। প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও উত্তর চট্টলা পত্রিকার রিপোর্টার ইসমাইল হোসেন সেলিমের মুঠোফোনে দেয়া ওই হুমকিতে বলা হয় জহিরুল ইসলাম কিভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে তাও দেখে নেবেন সালাউদ্দীন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এ নেতা সাংবাদিক সেলিমকে শাসিয়ে বলেন, আগামীকাল সকাল ১১টার মধ্যে পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদের বাসায় গিয়ে দেখা করতে এবং সাংবাদিক জহিরুল ইসলামের আহ্বায়ক কমিটি থেকে সরে আসতে। এসময় সালাউদ্দিন সাংবাদিকদের কাকে কোথায় সেট করে দিতে হবে তাও আমি জানি বলে ওই জিডিতে উল্লেখ করা হয়।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এই নেতার এমন আচরণে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক দৈনিক সংগ্রাম পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিএসসি ও সদস্য সচিব দৈনিক ইনকিলাব পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক সুলাইমান মেহেদীসহ সাংবাদিক নেতারা বলেন, প্রেস ক্লাব নিয়ে সাংবাদিকদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব কিংবা মতবিরোধ থাকতেই পারে। কিন্তু তাতে বহিরাগত কারো অযাচিত হস্তক্ষেপ অথবা আওয়ামী দোসরদের পুনর্বাসন চেষ্টা সাংবাদিক সমাজ কখনো মেনে নেবে না। তারা অবিলম্বে বিএনপি নেতা সালাউদ্দিনকে এহেন আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় এ নেতার বিরুদ্ধে মানববন্ধনসহ নিউজ বর্জন করা হবে।

সাংবাদিকদের হুমকি বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাব বিএনপির কোন অঙ্গসংগঠন নয়। এ সংগঠন নিয়ে কাজী সালাউদ্দিন মাথা ঘামাতে পারেন না। এটি তার সাংগঠনিক কাজ নয়। বিষয়টি আমরা দেখছি।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জহিরুল ইসলামকে বিএনপি নেতার হুমকির বিষয়ে থানায় একটি জিডি নথিভুক্ত হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করো।