Image description

খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক নূর ইসলামের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ববি সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নূর ইসলাম তার রোপণ করা ধান গাছে সেচ দেয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খালে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

নিহত নূর ইসলাম ববি ক্যাম্পাস সংলগ্ন এলাকায় স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও ববি শিক্ষার্থীরা জানান, নূর ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাল পাড়ে জমি লিজ নিয়ে কৃষিখামার তৈরি করেছেন। দুপুরের কোনো এক সময়ে সেই খামারে রোপণ করা ধান গাছে সেচ দিতে পানি তোলার জন্য মোটর চালু করতে যান। তখন বিদ্যুতায়িত হয়ে তারসহ পার্শ্ববর্তী খালে পরে মার যেতে পারেন তিনি। বিকাল সাড়ে ৩টার দিকে তার লাশ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ববির উপ-পরিচালক নূর ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।