
সাভার পৌর এলাকায় আব্দুর সাত্তার (৫৬) নামে এক ব্যক্তিকে ঘুমের ঔষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেছে ঘাতক মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)। বৃহস্পতিবার (৮ মে) ভোররাতে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ঘাতক মেয়েকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় দীর্ঘদিন জেলখেটে আবারও মেয়ের সাথে সাভারে ভাড়া বাসায় বসবাস শুরু করেন নিহত আব্দুস সাত্তার। সম্প্রতি মামলার নিয়ে বাবা-মেয়ের মধ্যে দ্বন্দের জেরে রাতে খাবারের সাথে ঘুমের ঔষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয় আব্দুর সাত্তারকে।
সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে ৯৯৯ কল করে এক মেয়ে জানান, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং ঘাতক মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানা তিনি।