
এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন যশোর কোতোয়ালী থানার তিন পুলিশ।গতকাল সোমবার বিকেলে কালীগঞ্জ শহরের বাকুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন যশোর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল এবং কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
এ ঘটনায় গতকাল রাতে যশোর চাচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই শওকত হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০/৭০ জনের নামে কালীগঞ্জ থানাতে ওই অভিযোগটি দায়ের করেন।
জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামের বাসিন্দা সুজন হোসেন সম্প্রতি যশোর থেকে অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরী মেয়েকে নিয়ে এসে বিয়ে করেন ওই বাড়িতে অবস্থান করছিল। এ ঘটনায় মেয়ের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারে এসে মারপিটের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য।
কালীগঞ্জ থানায় পুলিশের দায়ের করা অভিযোগে জানা যায়, যশোর শেখহাটি বাবলা তলার হাফিজ আহম্মেদের অভিযোগের ভিত্তিতে তার অপ্রাপ্ত কিশোরী মেয়েকে উদ্ধারে যশোর থানার পুলিশ গতকাল কালীগঞ্জে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারে তারা বাকুলিয়া গ্রামের ইমাদুলের বাড়িতে যায়। এ সময় ভুক্তভোগী মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার সময় ওই বাড়ির লোকজনসহ স্থানীয়রা বাধা দেন ও গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিতে লাঠি ও বাটাম দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে জখম করে। পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্সসহ ঘটনাস্থলে এসে আহত পুলিশ সদস্য ও ভুক্তভোগীকে উদ্ধার করে থানাতে নিয়ে আসেন এবং আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ সদস্যদের মারধর করার সময় তা ঠেকাতে গিয়ে আহত হন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন। এ ঘটনায় রাতে যশোর পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জ থানাতে অভিযোগ দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে বাকুলিয়া গ্রামের রাজু আহম্মেদ (২৬), মামুন (৩২) ও আতিকুল ইসলাম মিন্টুসহ ৪ জনকে আটক করে।
মারধরের শিকার আহত কনস্টবল রাবেয়া খাতুন বলেন,‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় ৬/৭ জন পুরুষ এসে মেয়েটিকে ছেড়ে দিতে বলে। কিন্তু তাদের কথায় ওই কিশোরীকে না ছাড়ায় তারা আমাকে এবং আমার সঙ্গে থাকা নারী কনস্টবলকে মারধর করে। তারা আমাদের ৩ জন পুলিশ সদস্যকেই বেশ মারধর করেছে। ’
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, যশোর কোতোয়ালী থানার পুলিশ কালীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে উদ্ধারে এসে হামলার শিকার হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই রাতে অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।