
প্রখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ আব্দুল্লাহ সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গভীর পর্যবেক্ষণ তুলে ধরেছেন, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক আচরণ এবং ব্যক্তিত্বের প্রশংসা করেন।
আব্দুল্লাহর মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়াকে আঘাত করে এসেছেন। তিনি বলেন, “শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, বরং ব্যক্তি খালেদা জিয়াকেও হাসিনা বরাবরই হিংসার চোখে দেখেছেন।”
তবে খালেদা জিয়া কখনোই সেই একই কৌশলে জবাব দেননি—এটাই আব্দুল্লাহর মতে, তার ‘প্রকৃত প্রতিশোধ’। তিনি লিখেছেন, “যখন হাসিনা প্রতিটি ভাষণে খালেদা জিয়াকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ কথা বলেন, তখন খালেদা জিয়া নিরব থাকেন। এই নীরবতা, এই ইগনোর করাটাই সবচেয়ে বড় প্রতিশোধ।”
বিশ্লেষক আব্দুল্লাহ মনে করেন, খালেদা জিয়ার এধরনের আত্মনিয়ন্ত্রণ এবং মর্যাদাপূর্ণ অবস্থানই তাঁকে ‘গ্রেইসফুল’ করে তুলেছে। তিনি বলেন, “উনার কাছে হাসিনার এক পয়সারও দাম নাই, এই জেশ্চারেই সেটা প্রমাণ হয়।”
স্ট্যাটাসে তিনি শেখ হাসিনার চরিত্রচিত্রণ করতে গিয়ে ‘পরশ্রীকাতর’, ‘নার্সিসিস্ট’ এবং ‘মনস্টার’ শব্দগুলো ব্যবহার করেন এবং বলেন, “খালেদা জিয়ার সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো, তাঁকে রাজনীতি করতে হয়েছে এমন একজন প্রতিপক্ষের বিরুদ্ধে, যার মধ্যে কোনো রাজনৈতিক সৌজন্যবোধ নেই।”
তিনি আরো লেখেন, “প্রকৃতির বিচার বলে একটা কথা আছে। আজকের এই বাস্তবতা, যেখানে দেশের মানুষ ভালোবাসা দিচ্ছে খালেদা জিয়াকে আর হাসিনা রয়েছেন দেশছাড়া, সেটাই প্রকৃত উদাহরণ।”