
কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আরো চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদন করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। সেখানে চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এই ঘটনায় জড়িত অভিযোগে ২১ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় আরো চারটি মামলা হয়।