Image description
আমাদের নির্বাচন নিয়ে ইইউ চাপ দিবে না শুনে অনেক বন্ধুরা উল্লসিত! হায় সেলুকাস! কী বিচিত্র এই দেশ!
 
আমাদের এখানে নির্বাচন কখন হবে বা না হবে এখানে ইইউকে নাক গলানের আমন্ত্রণ কেন?
 
এদেশের ছাত্র জনতা বুকের রক্তদিয়ে ফ্যাসিবাদকে সরিয়েছে। কোনও ইইউ এই কাজটি করে দেয় নাই। বরং ইউএস, ইউকে ও ইন্ডিয়া এই তিন দেশ মিলে এক-এগারোর সরকারকে বসিয়েছিল যার মাধ্যমেই ফ্যাসিবাদের রাস্তা প্রশস্ত হয়।
 
এখন আমরা আবার সেই কুমিরদের আমন্ত্রণ জানাচ্ছি। এতে উল্লসিত আবার আমাদের এক সময়ের সহযোদ্ধারাই কেন বলতে পারেন না, আমাদের সমস্যা আমরাই সমাধান করব?