Image description

দেশে পৌঁছে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় নতুন গাড়িতে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টয়োটা ক্রাউন ব্রান্ডের গাড়িটি মঙ্গলবার সকাল ৮টার দিকে গুলশানের ফিরোজা থেকে বেরিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছে। বিমান থেকে নামার পর আনুষ্ঠানিকতা শেষ করে খালেদা জিয়া এই গাড়িতে করেই নিজ বাসায় ফিরবেন। সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বিমানবন্দরের সামনের সড়ক থেকে গুলশান পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে একনজর দেখতে অপেক্ষা করছেন। সকাল থেকে তারা সড়কে অবস্থান নিয়েছেন।

দীর্ঘ চারমাস পর লন্ডন থেকে সোমবার ঢাকার পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান তার বড় ছেলে তারেক রহমান। কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান রয়েছেন।

লন্ডন থেকে দেশের পথে রওনা হওয়া বিমানটি কাতারে যাত্রাবিরতি করে। পরে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দোহা থেকে বাংলাদেশের পথে রওনা করেছে।

ক্রাউন গাড়ির বৈশিষ্ট্য:

বেগম খালেদা জিয়া যেই গাড়িতে চড়বেন সেটি টয়োটা ২০১৮ ক্রাউন ২.০ এস (ARS২২০, জাপান) ব্রাণ্ডের। তিনটি ইঞ্জিন বিশিষ্ট পেট্রোল ইঞ্জিনের গাড়িটির ওজন প্রায় ১৯০০ কেজি। পঞ্চদশ প্রজন্মের ক্রাউনটি ২০১৭ সালের অক্টোবরে ৪৫তম টোকিও মোটর শোতে এটি উন্মোচিত করা হয় এবং পরের বছর বিক্রি শুরু হয়।

নিরাপত্তা এবং ড্রাইভার সহায়তা হিসেবে টয়োটা ক্রাউনে সেফটি সেন্স আছে। তাছাড়া রয়েছে লেন ট্রেসিং অ্যাসিস্ট, ডায়নামিক রাডার ক্রুজ কন্ট্রোল (সর্বগতির যানবাহনের কার্যকারিতা), পথচারী শনাক্তকরণসহ প্রাক-সংঘর্ষ ব্যবস্থা (রাতে সাইকেল আরোহী এমনকি পথচারীদেরও শনাক্ত করতে পারে)।

গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয়। টানা ১৭দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় উঠেন।