
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৪ মে) সন্ধ্যায় হামলার ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।
চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনায় এলাকার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, চেয়ারম্যান সেলিম মিয়ার গ্রেপ্তারের বিষয়ে তারা অবগত হলেও বিস্তারিত তথ্য গাজীপুরের কোনাবাড়ী থানা জানাতে পারবে। হামলার ঘটনায় এপর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পর রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপুও রয়েছেন।
জানা যায়, রোববার সন্ধ্যায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় ফেরার পথে যানজটে আটকে থাকা অবস্থায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান। পরে তিনি নিরাপদে ঢাকায় পৌঁছান।
এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, হামলার সঙ্গে বিদায়ী সরকারের লোকজন জড়িত। তারা নানা ইস্যু তৈরি করার জন্য এ হামলা করেছে। পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।