
প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে আসছেন প্রায় ১৭ বছর পর। লন্ডন যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মীরা সময়ে সময়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করেছেন। লন্ডনে চিকিৎসা নেয়ার পর তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন এই বার্তায় আবেগ কাজ করছে নেতাকর্মীদের মাঝে। তারা উৎফুল্ল, উচ্ছ্বসিত। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান দীর্ঘ সময় পর দেশে আসছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যমূলক মামলা ও হয়রানির কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তার এই ফেরা নিয়েও স্বজন এবং দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। গতকাল বাংলাদেশ সময় রাত নয়টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া ও জুবাইদা রহমানকে পৌঁছে দেন তারেক রহমান। মা’কে বিদায় জানানোর সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় খালেদা জিয়াকে। তিনি সবার সঙ্গে শুভেচ্ছ বিনিময় করে বিমানে ওঠেন। কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে আজ সকাল সাড়ে ১০ টায়।
ওদিকে বিএনপি চেয়াপারসনের গুলশানের বাসা ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে। দেশে ফিরে তিনি এ বাসায় উঠবেন। অন্যদিকে জুবাইদা রহমান ধানমণ্ডিতে বাবার বাসা ‘মাহবুব ভবনে’ উঠবেন। তার জন্য নতুন করে বাসার আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।
সোমবার লন্ডনে স্থানীয় সময় ২টা ১০ মিনিটে তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মা’কে নিয়ে বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিটে বিমান বন্দরে পৌঁছান।
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন লন্ডন যাওয়ার জন্য। একই এয়ার এম্বুলেন্সে তিনি ঢাকা ফিরছেন। এয়ার এম্বুলেন্সে কাতারের আমীরের একটি মেডিকেল টিমও থাকবে। এছাড়া খালেদা জিয়ার ফেরার সফরে সঙ্গী রয়েছেন ১৪ জন।
বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার এম্বুলেন্সটি রওনা দেয়। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় স্থানীয় সময় ১টা ২৫ মিনিটে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে ২টা ৩০ মিনিটে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় পৌঁছানোর কথা।
খালেদা জিয়ার জন্য প্রস্তুত ‘ফিরোজা’:
সরজমিন দেখা গেছে, গুলশান-২ এর ৭৯-নং সড়কের ১নং বাড়িটি ‘ফিরোজা’। চারদিকে দেয়াল ঘেরা, সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ। পালাক্রমে পাহারা দিচ্ছে পুলিশ এবং চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ-এর সদস্যরা। বাসায় ভেতরে ফুলের গাছের টব ও গাছের ডাল কাটা হচ্ছে। ছিটানো হচ্ছে পানি।
ফিরোজায় দায়িত্বরত সিএসএফ-এর সদস্যরা জানান, ইতিমধ্যে বাসার ভেতরের সব কক্ষগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে। সামনের সবুজ আঙিনায় ফুল গাছের টব দিয়ে সাজানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের স্বজনরা সব কিছু তদারকি করেছেন। এখন আমরা সবাই ম্যাডামের অপেক্ষায় আছি।
জুবাইদা রহমানের জন্য প্রস্তুত ‘মাহবুব ভবন’:
২০০৮ সালের ১১ই সেপ্টেম্বরে স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। ধানমণ্ডির মাহবুব ভবনে তিনি থাকবেন। এ ভবনে জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু বসবাস করেন।
জুবাইদা রহমানের বাবা সাবেক নৌ বাহিনী প্রধান প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বাসা ধানমণ্ডির ৫ নং সড়কে এই ‘মাহবুব ভবন’।
সরজমিন দেখা গেছে, ছোট মেয়ে জুবাইদা রহমান ঢাকায় এসে বাবার বাসায় উঠবেন বলে বাসার নিরাপত্তা ও সাজসজ্জা করা হয়েছে। বাসার সাজ-সজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পানি-বিদ্যুৎ-গ্যাস, জেনারেটর প্রভৃতি কাজও শেষ হয়েছে। যদিও ‘মাহবুব ভবন’ আগেই এমনিতেই পরিপাটি, পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। তারপরও জুবাইদা রহমানের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসার ভেতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা হয়েছে। বাসার চারপাশে দেয়ালের উপরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই বাসার চারপাশে দেয়াল রয়েছে। বাসার আঙ্গিনায় সামনের দিকে রয়েছে ফুলের বাগান। আছে নিরাপত্তাকর্মীদের জন্য গার্ডরুম। নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ছাড়াও বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ’র সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সরজিমন আরও দেখা গেছে, ইতিমধ্যে মাহবুব ভবনে ৩ জন গানম্যান নিয়োজিত করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ’র সাবেক একজন মেজরসহ ৮ সদস্য ২৪ ঘণ্টাই জুবাইদা রহমানের নিরাপত্তার নিয়োজিত থাকবেন বলে বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
’আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, জুবাইদা রহমান ধানমণ্ডির বাড়িতে উঠবেন, এজন্য সেখানে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
১৭ বছর আগে তারেক রহমানেরে সঙ্গে জুবাইদা রহমান দেশ ছেড়েছিলেন একমাত্র মেয়ে জায়মা রহমানকে নিয়ে। এক-এগারোর সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকারের রোষানলে পড়েছিলেন স্বামীর সঙ্গে ডা. জুবাইদাও।
২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়া পরে শেখ হাসিনার সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। লন্ডন যাওয়ার পরে জুবাইদা ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ওদিকে দলীয় সূত্র জানিয়েছে, জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু গত কয়েকদিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার একটি অপারেশন হবে। এই সময়ে তিনি মেয়েকে পাশে চাইছেন। সূত্র জানায়- সব মিলিয়ে মাস খানেক ঢাকায় অবস্থান করতে পারেন জুবাইদা রহমান।
অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি:
খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অবস্থান নিয়ে দিক-নির্দেশনা দিয়েছে বিএনপি। ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেন, মঙ্গলবার এসএসসি’র পরীক্ষা আছে একটা সাবজেক্টে, যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পথ দিয়ে ম্যাডাম গুলশানের বাসায় যাবেন। আমি সকলকে অনুরোধ করতে চাই, রাস্তার ওপরে যেন কেউ না দাঁড়ায়। যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাথে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতাকর্মীরা যাতে জাতীয় ও বিএনপি পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানাবেন, এটা আমরা নির্দেশনা দিয়েছি।
মির্জা ফখরুল বলেন, পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। যারা ট্রাফিকের সঙ্গে জড়িত আছেন তাদের প্রতি আমি বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের কাছে আমি আবেদন রাখতে চাই, কেউ যেন রাস্তায় না দাঁড়ান, ট্রাফিক বিঘ্নিত না করেন, পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে যেন বাধায় না পড়ে সেই ব্যাপারে সকলকে নজর রাখতে হবে। আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করবো যাতে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে কোনো অসুবিধা না হয়।
খালেদা জিয়া-জুবাইদা রহমানের জন্য সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা, ডিএমপি’র ১০ ট্রাফিক নির্দেশনা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে ডিএমপি। তাদের সঙ্গে থাকবেন এসবি ও র্যাব সদস্যরা। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রোববার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আলোচনা করে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দেয়া হয়। পরে এ নিয়ে ডিএমপি সদরদপ্তরে এক বৈঠক করা হয়। বৈঠকে ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি র্যাব ও এসবি’র প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তাদের আগমন উপলক্ষে বিপুল পরিমাণ মানুষের সমাগম হওয়ার আশঙ্কা ও সড়কের যানজট নিরসনে জনসাধারণের ভোগান্তি এড়াতে ১০টি নির্দেশনা দিয়েছে। ডিএমপি’র সূত্র বলেছে, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনার পরই ডিএমপি থেকে খালেদা জিয়া ও জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে খালেদা জিয়া ও জুবাইদা রহমানের বাসায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, তাদের আগমন উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন গুলশানের নিজ বাসভবন ফিরোজায়। সাবেক এ প্রধানমন্ত্রীর দেশে ফেরার খবরে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১০ টি নির্দেশনা দিয়েছে তারা। ডিএমপি বলছে, অতিরিক্ত যানজট এড়ানোর লক্ষ্যে ৬ই মে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। সব আন্তঃনগর ট্রেন টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী বহনের ব্যবস্থা করবে। এছাড়া হজযাত্রীসহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে গমনাগমনের ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্ততে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপি’র অনুরোধের পরিপ্রেক্ষিতে যাত্রীসাধারণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের সব আন্তঃনগর ট্রেন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী বহনের ব্যবস্থা করবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে। হজযাত্রীসহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্টে গমনাগমনের ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো। মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ করা হলো। অভ্যর্থনাকারী ব্যক্তিরা কোনো যানবাহন নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যুক্ত হতে পারবেন না। অভ্যর্থনাকারী ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে কোনোক্রমেই গুলশান-বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না। তবে এ রাস্তা দিয়ে (জনসমাগম না হলে) সাধারণ যানের সঙ্গে মোটরসাইকেল চলতে পারবে।