Image description
 

মাত্র দুই বছর বয়সী শিশু আইজা আঞ্জুম। তিনদিন ধরে ক্ষুধায় কাঁদছে। কিন্তু কিছুতেই শান্ত করা যাচ্ছে না তাকে। কারণ, সে শুধু চায় মায়ের দুধ। আর সেই মা এখন তার পাশে নেই। পেহেলগাম হামলার পর পাকিস্তানি নাগরিকদের বহিষ্কারের অংশ হিসেবে তার মা আথি আসলাম-কে ফিরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে। বৈবাহিক সূত্রে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও, নাগরিক না হওয়ায় আইজার মাকে জোর করে দেশে পাঠানো হয়।

শিশু আইজার বাবা আঞ্জুম তানভীর বলছেন, এই তিনদিনে তাদের মেয়েটি প্রায় অভুক্ত। মায়ের দুধ ছাড়া কিছুই খেতে চায় না সে। তাকে ওষুধ খাওয়ানো হয়েছে, বারবার সান্ত্বনা দেওয়া হয়েছে—কিন্তু কোনো উপকারে আসছে না। মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। বাবা তানভীর নিজেও আবেগে ভেঙে পড়েছেন মেয়ের কান্না দেখে। তিনি বলেন, “সরকার যা করেছে, তা একেবারেই ভুল। যারা পরিবার নিয়ে বসবাস করছে, তাদের এভাবে তাড়ানো অমানবিক। এটা ভয়ঙ্কর অবিচার।”

এদিকে জানা গেছে, শিশুটির মা আথি আসলাম বর্তমানে গর্ভবতী। পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় সন্তানসম্ভবা এই নারী এখন পাকিস্তানে। তার শ্বশুর ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন পুত্রবধূকে ফেরত আনা হয়। তিনি বলেন, “আমার ছোট নাতনীর অবস্থা খুব খারাপ। তিনদিন ধরে কিছুই খায়নি সে। এমনভাবে কারো মাকে কেড়ে নেওয়া যায় না।”

 

শুধু এই পরিবারই নয়, এমন মর্মান্তিক ঘটনা ঘটছে আরও বহুজনের সঙ্গে। ২৪ এপ্রিল থেকে চার দিনে অন্তত ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক সীমান্ত পেরিয়ে ফিরেছেন নিজ দেশে। একই সময়ে পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন ৮৫০ জন ভারতীয়, যার মধ্যে ১৪ জন কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তা রয়েছেন। এই সবকিছু ঘটছে পেহেলগাম হামলার জেরে, যে ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে।

 

নয়া দিল্লি থেকে পাকিস্তানে হামলার হুমকি দেওয়া হয়েছে, আর ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, তারা সব ধরনের প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিয়ে রেখেছে। এই রাজনৈতিক উত্তেজনার মাঝে বিভক্ত হচ্ছে পরিবার, আলাদা হচ্ছে মা ও সন্তান। আর তারই এক মর্মন্তুদ চিত্র হয়ে উঠেছে ছোট্ট আইজা, যার একটাই চাওয়া—মায়ের কোলে ফিরে যাওয়া।