Image description


এর আগে স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান।এ সময় আনন্দ অশ্রুতে মাকে বিদায় জানান তিনি। তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক আইডিতে  বিদায় জানানোর একটি ভিডিও পোস্ট করা হয়। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

মঙ্গলবার (৬ মে) তিনি দেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছে বিএনপির দলীয় সূত্র।

জানা গেছে, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। এই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে যান।

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় বেগম জিয়া দেশে এসে নামবেন। সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে, অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।