
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষ ও মানবিক সংকটের কারণে বাংলাদেশে পালিয়ে আসা নতুন ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে।
এই সংখ্যা শুধু গত এক বছরে এসেছে, এবং এর বাইরেও রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কর্মকর্তারা।
আরআরআরসির অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানান, ২০২৩ সালের মে মাস থেকে ২০২৪ সালের ১ মে পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে এসব নতুন রোহিঙ্গাদের নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে গত বছরের জুন ও জুলাই মাসে।
নতুন রোহিঙ্গাদের জন্য এখন পর্যন্ত খাদ্যসহায়তা দেওয়া হলেও ঘর বরাদ্দের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, বলেন মিজানুর রহমান।
স্থানীয় সূত্র ও রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসার সংঘর্ষ, চরম খাদ্যসংকট, এবং বেসামরিক রোহিঙ্গাদের ওপর দমনপীড়নের কারণে এই অনুপ্রবেশ ঘটছে। নিরাপত্তার অভাব ও জীবন বাঁচানোর তাগিদে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে।