
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বারবার হুমকি পেয়ে পরিবারটি ঢাকার বাসা ছেড়ে গ্রামের বাড়িতে এসে উঠেছে। আজ রোববার নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এমন অভিযোগ করেন ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শাহদাত হোসেনের (১৪) বড় ভাই মো. হানিফ। এ সময় তিনি পরিবারের নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জেলা পরিষদ আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বাসিন্দা ও শহীদ শাহদাত হোসেনের বড় ভাই মো. হানিফ বলেন, ৫ আগস্ট দুপুরের দিকে তাঁর ছোট ভাই যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এরপর তাঁরা বিনা ময়নাতদন্তে ভাইয়ের লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করেন। তাঁর বাবা ফ্লাইওভার এলাকায় ফুটপাতে হালিম বিক্রি করতেন। তাঁরা পরিবার নিয়ে ঢাকায় থাকতেন।
মো. হানিফ উল্লেখ করেন, তাঁর ভাইয়ের হত্যার ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে আদালতে এবং আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায় ৪৭ জনকে আসামি করা হয়। ওই মামলা দায়েরের পর কিছু লোক প্রতিদিন তাঁদের বাসায় গিয়ে নানা রকম কথা বলে ভয় দেখাচ্ছেন। তা ছাড়া দুটি মুঠোফোন থেকে তাঁর বাবাকে ফোন করেও মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা বিষয়টি যাত্রাবাড়ী থানার ওসি এবং তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন।
হানিফ অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে গত ২৮ এপ্রিল পুরো পরিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসে। আসামিদের হুমকির কারণে তাঁরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাই এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মো. হানিফ।
শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার কথা জানার পর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ তাঁর বক্তব্যে বলেন, শহীদ পরিবারকে সরকারের নির্দেশনা অনুসারে সব ধরনের সহায়তা করা হচ্ছে এবং সেটি অব্যাহত রয়েছে। পাশাপাশি শহীদ পরিবারের সদ্যদের নিরাপত্তা প্রদানে জেলা প্রশাসনের পক্ষ সচেষ্ট আছেন। শহীদ পরিবারের কেউ যদি কারও কাছ থেকে কোনো ধরনের হুমকি পান সেটি যেন তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত নোয়াখালীর বাসিন্দা ১০টি পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। এ ছাড়া নিহত বাকি পরিবারগুলোকেও পর্যায়ক্রমে অনুদান প্রদান করা হবে বলে জানানো হয়।