Image description

Minar Rashid (মিনার রশিদ)

সিন্ধু নদে বাঁধ তৈরি করলে তা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। ইন্ডিয়ার চরিত্র সম্পর্কে যা জানি, এই হুমকিতে কাজ হবে।
 
এরকম একই হুমকি দিয়েছিল আয়ূব খাঁন যখন ফারাক্কা বাঁধের খায়েশ প্রথম প্রকাশ করেছিল ইন্ডিয়া।
 
জানি না, সেই হুমকির কারণেই কি না, ১৯৭১ সাল পর্যন্ত সেই খায়েশের বোতলটি ছিপি মেরে রেখেছিল ইন্ডিয়া ।
 
এর পর অন্য পথে অগ্রসর হয় ইন্ডিয়া! ফলে আমাদের কাছে যা ছিল মুক্তির সংগ্রাম, সেটাই তাদের কাছে শতাব্দীর সুযোগ হিসাবে আবির্ভূত হয়।
 
১৯৭১ সালের পর থেকেই আবার ফারাক্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয় এবং ১৯৭৪ সালে পরীক্ষামূলকভাবে বাঁধটি চালু করে! পরের ইতিহাস সবাই জানি!
 
সবই বুঝি, কিন্তু কিছুই বলতে পারি না! পাছে লোকে রাজাকার বলে, এই ভয়ে!