Image description
 

বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আলেম-ওলামায়েদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। নারী কমিশন করার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেন নাই। 

 

তিনি আরো বলেন, ড. ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আমরা দেখেছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন গড়েছেন, এই সমস্ত সংস্কার কমিশনের কোন প্রয়োজন ছিল না। আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। 

 

আলেম-ওলামায়েদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। আপনারা যদি নারী নীতির মত একটা ইস্যু নিয়ে আন্দোলন করেন, তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্থ হবে। নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, তার মানে এই না আমরা মূল লড়াই থেকে সরে যাব। মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না।