
কোতোয়ালি থানার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক আনোয়ার হোসেন বলেন, মূল বাধাটা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন, ভারতের সংবিধান, রাষ্ট্রপতিকে পরিবর্তন—সবখানে বাধা হচ্ছে বিএনপি। তারা একক আধিপত্য বিস্তার করার জন্য মূলত আওয়ামী লীগকে তারা চাচ্ছে।
তিনি বলেন, বিএনপি এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা বিক্ষোভ করে নাই। এখন পর্যন্ত শেখ হাসিনার বিচারের দাবিতে, রাষ্ট্রপতির অবসরের দাবিতে, ৭২-এর সংবিধান ফেলে দেওয়ার দাবিতে, বাতিল করার দাবিতে তাদের কোনো ভূমিকা নাই। তারা শুধু নির্বাচন। তারা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত।
তিনি আরও বলেন, তাদের লোকজন এখন যে পরিমাণ অপকর্ম করতেছে, তা তারা থামাইতে পারতেছে না। হয়তো আমরা এখন প্রতিবাদ করি। কিন্তু দেখা গেছে, একটা সময় বিএনপি ক্ষমতায় আসলে সে প্রতিবাদ করতে পারব না। এজন্য তারা নির্বাচনের জন্য প্রেশার দিচ্ছে। আমরা মনে করি, বর্তমানে যে প্রশাসন আছে, এই প্রশাসন একজন ছিনতাইকারীকে ধরার ক্ষমতা রাখে না। সেই প্রশাসন নির্বাচনী কেন্দ্র কিভাবে পাহারা দেবে? কাজেই দেশে এখনো পর্যন্ত ওইভাবে শক্ত হয় নাই। নির্বাচন দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। যেদিন পরিবেশ সৃষ্টি হবে, সেদিন আমরা জাতীয় নির্বাচন চাবো।